টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল ও টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানার ৫০ নং ওয়ার্ডে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা সেবক দলের বিএম জাহিদুল ইসলাম তুহিনের সার্বিক দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র গঠন করা হয়েছে। এখানে আলু, পেঁয়াজ, রসুন, বেসন, বিভিন্ন ধরনের খেজুর আপেল ,মালটা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। এ কাজে সার্বিক তত্ত্বাবধানে আছেন কাজী মামুন - সাবেক আহ্বায়ক সদস্য,৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, এমদাদুল হক নাঈম সরকার -সাবেক যুগ্ন আহবায়ক ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। আর্থিকভাবে সহযোগিতা করেছেন কাজী মোফাজ্জল হোসেন মনি, কাজী সালাউদ্দিন , মোঃ রুবেল সহ আরো অনেকেই । এই কার্যক্রমে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন কাজী বদরুজ্জামান মুন্না- স্বেচ্ছাসেবী ইউনিট কমিটির অন্যতম সহযোগী সহ আরো স্বেচ্ছাসেবী কর্মীগণ। ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় করার কারণে অত্র ওয়ার্ডের সাধারণ মানুষের স্বস্তি ফিরে এসেছে। কেননা বাজার মূল্য থেকে প্রত্যেকটি পণ্য কমে তারা পাচ্ছে। কয়েকজন কাস্টমার তাদের স্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। এই স্টলের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বির নেতৃত্বে আরেকটি ন্যায্য মূল্যের স্টল দেওয়া হয়েছে এখানেও আলু,পেঁয়াজ ,চিনি সহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়। ছাত্রদলের এরকম একটি গঠনমূলক কাজের জন্য সামাজিকভাবে সাধারণ মানুষ বাহবা দিচ্ছেন এবং ছাত্রদলের টঙ্গী পূর্ব থানার সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বি ও স্বেচ্ছাসেবক দলের কাজী মামুন বলেন যে সামনের দিনে তারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় সমাজের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক, সহযোগিতামূলক ,সামাজিক কাজ করবেন বলে আশ্বাস দেন। এই স্টলের সার্বিকভাবে সহযোগিতা করতেছেন ৫০ নং ওয়ার্ড ছাত্রদলের শাওন আহমেদ, লিমন সহ অনেকেই। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুটি ন্যায্য মূল্যের স্টলের সর্বক্ষণিক নজরদারি এবং সহযোগিতা করছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুণ- উর- রশিদ।