ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। "মে দিবস দিচ্ছে ডাক পুঁজিবাদ নিপাত যাক" উক্ত স্লোগান নিয়ে তারা ঐক্যের সাথে র্যালিগুলো জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিলিত হয়। এতে অংশ নেয় জাতীয় শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যান চালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ নানা শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা লাল ব্যানার, ফেস্টুন ও শ্রমিক অধিকারের স্লোগানে মুখরিত করে তোলেন শহর। আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু আজও শ্রমিকরা ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদার জীবনের জন্য সংগ্রাম করছে। শ্রমিক নেতারা বলেন, মালিক-শ্রমিক বৈষম্য নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা আরও জানান, যদি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হয়, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা



