আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার টিএসসি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি এ তথ্য জানান।

তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আটটি চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট প্যাট্রোল, মোবাইল টিম ও সাদা পোশাকে ডিবি সদস্য মোতায়েন থাকবে। সিটিটিসির বিশেষায়িত ইউনিটও প্রস্তুত রাখা হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, "ডাকসু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে ডিএমপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সাইবার বুলিং প্রতিরোধে বিশেষ মনিটরিংয়ের কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মোঃ শওকত আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।