মাদারীপুরের ডাসারে বরিশাল খালের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন নেতৃত্বে পরিচালিত এই অভিযানে খালপাড়ে গড়ে ওঠা দোকানপাটসহ স্থায়ী ও অস্থায়ী বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একইসাথে, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে সানমান্দি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বরিশাল খালটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দখল ও দূষণের কারণে কার্যত অচল হয়ে পড়ে। খালের দুই পাশে গড়ে ওঠে একের পর এক অবৈধ স্থাপনা। এসব উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধারে কাজ শুরু করেছে প্রশাসন।
ডাসার ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, “বরিশাল খালের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলোকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তারা সেগুলো সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লিসহ একটি কারখানাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”