ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। দিনটি উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিশাল শোভা যাত্রা বের‌ হয়ে ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া উপজেলা যুবসংঘ মাঠে গিয়ে শেষ হয়।


সকাল ১০ টায় যুবসংঘ মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,এসময় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অঞ্জু দাস,ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান,ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়জিদ,ম্যাধমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রমজান আলী, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিনা ফৈরদাউস, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, বনবিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, হামিদুর রহমান, আরিফুল ইসলাম,ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খান ফেরদৌস, সরকারি পলিটেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া উপজেলার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন সরকার,এ্যাডভোকেট আলমগীর কবিরসহ সাংবাদিক সূধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।