ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ গত ২১ শে জুলাই বাংলাদেশ এয়ার ফোর্স যুদ্ধ প্রশিক্ষণ বিমান F 7 বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট কর্নেল তৌকির ইসলাম সাগর সহ 27 জন নিহতের সংবাদ পাওয়া গেছে। উদ্ধার কারী শিক্ষীকা ও হসপিটালে সিকিৎসা দীন অবস্থায় মৃত্যু বরন করেন। এ প্রশিক্ষণ বিমানটি 1976 সালের পুরাতন তুরুটি পূর্ন বিমান বলে জানিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল তৌকির ইসলাম সাগর কিন্তু তার কথার কোন তোয়াক্কা না করে এ বিমান চালনার জন্য নির্দেশ দেন বিমান বাহিনীর প্রধান । এটি কোন দুর্ঘটনা নয় বরং এটি একটি সড়জন্ত বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দি ইবনে সিনা হাসপাতালে ফ্রী চিকিৎসার জন্য ঘোষণা করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।এ ধরনের কর্মকাণ্ড তদন্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা । আজ ২২ জুলাই এইচএসসির সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।