কুয়েটের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে আগামীকাল ২৩ এপ্রিল, বুধবার সকাল ১০:৩০টায় ঢাকা কলেজের শহীদ মিনারে অনশন কর্মসূচিতে বসতে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি। তাদের ভাষায়, "কুয়েটের নির্লজ্জ ভিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারি না।"
এই কর্মসূচিতে সকল ঢাকা কলেজ শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, কুয়েটের শিক্ষার্থীরা সম্প্রতি বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছে, যা সারাদেশের ছাত্র সমাজে নতুন এক সংহতির ঢেউ তৈরি করেছে।