ঢাকা কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলেজ প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র্যালী ঢাকা কলেজ প্রধান ফটক হয়ে রাজধানীর সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে শেষে ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে গিয়ে সমাপ্ত হয়। র্যালীতে শিক্ষার্থী, শিক্ষক, বিএনসিসি, রেডক্রিসেন্ট এবং রোভার অংশগ্রহণ করেন। র্যালী শেষে ঢাকা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কবি ফরহাদ মাজহার এবং সভাপতিত্ব করেন ঢাকা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অ্যাধ্যাপক এ. কে এম ইলিয়াস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জুলফিকার হায়দার।
বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, "
এছাড়াও ছিল ঢাকা কলেজ মিউজিক স্কুলের সঙ্গীত পরিবেশনা, সকল ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনের গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।