২৮ এপ্রিল ২০২৫, সকাল ১১টায় ঢাকা কলেজ অডিটরিয়ামে শহীদ রুমী সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘আগ্ৰাসন বিরোধী গান ও কবিতা’ শীর্ষক আয়োজন। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ফাহিম-এর সঞ্চালনায় ও সভাপতি নাহিয়ান শাবাব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করেন কবি, চিন্তক ও সাংস্কৃতিক কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মানজুর আল মতিন, কবি ও রাজনৈতিক কর্মী রাশেদ শাহরিয়ার, শিল্পী ও চিন্তক অরূপ রাহী এবং কবি অয়ন শাহ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পী তুহিন কান্তি দাস, শিল্পী ইলা লালালালা, শিল্পী অনিন্দ্য বিশ্বাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুস্মিতা রায় সুপ্তি, সংগীত দল ‘দ্য কমরেডস’ ও শহীদ রুমী সংসদের নিজস্ব দল।
বক্তারা বলেন, “মার্কিন মদদে বিসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। গত দেড় বছরে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই নারী ও শিশু। খাদ্য ও পানির সংকটে জর্জরিত গাজা এখন ধ্বংসস্তূপ।” তাঁরা আরও বলেন, এই আগ্রাসনের মূল উৎস মার্কিন সাম্রাজ্যবাদ। শুধু বিসরায়েল নয়, এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও সমানভাবে অপরাধমূলক।
ধর্মের মোড়কে উপস্থাপিত এই যুদ্ধ আসলে মজলুমদের বিরুদ্ধে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী আগ্রাসন—এমন মন্তব্য করে বক্তারা বলেন, “ইহুদি, খ্রিস্টান, মুসলমান—সব ধর্মের মানুষই এর শিকার। তাই এটিকে ধর্মীয় সংঘর্ষ বলা বিভ্রান্তি।”
অনুষ্ঠান শেষে সভাপতি নাহিয়ান শাবাব বলেন, “শহীদ রুমী সংসদ সবসময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বজুড়ে যেকোনো আগ্ৰাসনের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সংগ্রাম চালিয়ে যাবে।”
এই প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজনটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে গভীর সংবেদন ও সচেতনতা ছড়িয়ে দেয়।