এক সপ্তাহ যেতে না যেতেই ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় সংঘর্ষের সূচনা হয়। প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে অবস্থান নেয় এরপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে।
এরপর পুলিশ এসে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দেয়। তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিছুক্ষন পর সিটি কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কলেজ গেটের বাইরে এসে পুলিশের উপর চড়াও হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশের উপর পানি মারতে চেষ্টা করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু দুই কলেজের মধ্যে এই সংঘর্ষের কারণ কি?
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল ) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজে শিক্ষার্থীরা মেরেছে। মঙ্গলবার ওই ঘটনার বদলায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীরদের মারধর করলে সংঘাতের সূচনা হয়। সংঘর্ষের কারণটি নিশ্চিত করেছেন রমনা থানার ডিসি মাসুদ আলম।
তিনি জানান, গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সাইন্সল্যাবে ড্রেস পরে এসেছিল। সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে সিভিল ড্রেসে কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাকে মারধরও করা হয়। এই কারণেই আজকের সংঘাতের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিলেন।