রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২ টার দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। 
গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সাইন্সল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থী দ্বারা আহতের ঘটনার প্রেক্ষিতে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের আক্রমণ করেন। এমন দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী। 

ঘটনাস্থলে দেখা যায় উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ঢাকা কলেজ শিক্ষার্থীরা সিটি কলেজের নাম ফলক খুলে নিয়ে আসে। 
অন্যদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের নিভৃত করতে ঢাকা নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিনকে  তৎপরতা চালাতে দেখা গেছে।
এছাড়াও ঢাকা কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যায়।
সর্বশেষ তথ্যমতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে এবং তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।