শনিবার (১২/০৭/২৫) কয়েকটি গণমাধ্যমে তানজিলা টেক্সটাইল এর জমি নিয়ে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে আজ রবিবার (১৩/০৭/২৫) তানজিলা টেক্সটাইল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এ কে আজাদ বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে তানজিনা টেক্সটাইল একটি ভূমিদস্যু প্রতিষ্ঠান যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তানজিলা টেক্সটাইল লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা।তানজিলা টেক্সটাইল ২০০৬ সাল হতে অদ্যবধি এলাকায় সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে। এই প্রতিষ্ঠানে প্রায়  ২৫০০ জন শ্রমিক কর্মরত আছে এবং এলাকার বেকারত্ব দূর সহ উন্নয়নে সহযোগিতা করে আসছে। তানজিলা টেক্সটাইল লিমিটেড এর মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ, আরজি ও থানায় জিডির বিষয়ে প্রতিষ্ঠানটি অবগত নয়। এছাড়াও তিনি আরো বলেন, তানজিলা টেক্সটাইল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগকারী প্রতিষ্ঠান বানজিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক মূলত একটি ভূমিদস্যু প্রতিষ্ঠান যার কোন অফিস অথবা কোন কার্যক্রম অত্র এলাকায় নেই। অথচ এদের বিরুদ্ধে এলাকার মানুষজনের জমি জোরপূর্বক দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মিথ্যা অভিযোগকারী বানজিং ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার পরিচয় দানকারী মো: রাজু মিয়া উক্ত প্রতিষ্ঠানের কেউ নয়। মো: রাজু মিয়া মূলত এলাকার একজন জমির দালাল। সম্প্রতি মো: রাজু মিয়া বানজিং এর একটি জমি আমাদের কাছে বিক্রি করার আগ্রহ প্রকাশ করে। আমরা প্রকৃত জমির মালিকের সঙ্গে কথা বলে জমি নিতে চাইলে তিনি তাতে রাজি হননি। এছাড়াও উক্ত জমি কেনা বাবদ বড় অংকের কমিশন দাবি করে যা আমরা দিতে অস্বীকার করি। এরই প্রেক্ষিতে মো: রাজু মিয়া তানজিলা টেক্সটাইলের ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছে। আমরা এই সমস্ত ভিত্তিহীন ও বানোয়াট  সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও তিনি আরো বলেন, প্রকাশিত সংবাদে তানজিনা টেক্সটাইলের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা আছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।