ময়মনসিংহের তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচীর ৩ হাজার ৭০ কেজি চাল আটক করেছে প্রশাসন।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখাঁ গ্রামের আশরাফুল সরকারের বাড়ী থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর উপরোল্লিখিত পরিমাণ চাল আটক করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দা তামান্ন হোরায়রা।এই ঘটনায় উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখাঁ গ্রামের মো. আশরাফুল সরকারের ছেলে আরাফাত সরকার(২৫)কে আটক করেছে যৌথবাহিনী।
১৫ এপ্রিল(মঙ্গলবার)দুপুরে চালগুলো আটকের পর রাত সাড়ে ৯ টায় তারাকান্দা থানা হেফাজতে আনা হয়েছে।
তারাকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ছাইদুল ইসলাম জানান-কামারগাঁও ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মিজান খাঁ ১৫ এপ্রিল(মঙ্গলাবার)মাসিক চাল বিতরণ করেন।উপকারভোগীরা সেই চাল বেআইনী ভাবে বাইরে বিক্রয় করে।সোর্স মারফত সংবাদপ্রাপ্তির পর তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আশরাফুল সরকারের বাড়ী থেকে ৩ হাজার ৭০ কেজি চাল জব্দ করে।এ সময় আরাফাত সরকার নামের একজনকে আটক করে যৌথবাহিনী।তাকে থানা হেফাজত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান জানান চালসহ আরাফাতকে থানায় আটক করা হয়।আজ ১৬ এপ্রিল বুধবার মামলা দিয়ে আসামীকে আদালতে প্রেরণ করা হয়ছে।