ময়মনসিংহের তারাকান্দায় গৃহবধূকে চুল কেটে ও ছেনি আগুনে পুড়ে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী ও সতিন, এ ঘটনায় রাজিব (২৫) নামে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।  জানা গেছে, উপজেলার বালিখা ইউনিয়নের পূর্বপাগুলি গ্রামের রমজান আলী( ৫৫)ও  তার প্রথম স্ত্রী হাজেরা খাতুন (৫০)মিলে দ্বিতীয় স্ত্রী আকলিমাকে(৩৮) গাছে বেঁধে চুল কেটে ও গরম লোহার ছেনি দিয়ে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় জ্বলছে দিয়েছে, ঘটনাটি ঘটে গত ২০ এপ্রিল রাতে স্বামীর বাড়িতে। এ ঘটনায় আকলিমা  বাদী হয়ে পাসন্ড স্বামী ও সতিনসহ তিনজনের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় রাজীব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। আকলিমা জানান যৌতুকের জন্য পাষণ্ড স্বামী নির্যাতন করে আসছে ঘটনার দিন ২ লক্ষ টাকা যৌতুক দাবি  করে দাবীকৃত যৌতুক দিতে অস্বীকার করায় পাষণ্ড স্বামী ও সতীন সহ তিনজন মিলে আমার মাথার চুল কেটে দেয় একপর্যায়ে সকল আসামিরা লোহার ছেনি আগুনে গরম করে আমার গালসহ মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ে দেয়। আমি পাষন্ড স্বামী ও সতীনের বিচার চাই।