ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া  ইউনিয়নে মোজাহারদি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত জেরে মো. আলমাছ মিয়ার বাড়িঘর ভাংচুর করেছে। গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মো. আলমাছ মিয়ার পরিবারের সাঙ্গে একই গোষ্ঠীর রানা মিয়া, সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, মুঞ্জুরুল হকের পরিবারের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলিতেছে। গত সোমবার আলমাছ মিয়া তার পুরাতন বাড়ীর জমিতে গিয়ে সিরাজুল ইসলাম কে জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে। পরে আশেপাশের লোকজন আসিয়া তাদেরকে ফিরিয়ে দেয়। পরে ওই দিন সন্ধ্যা পর আলমাছ মিয়াসহ তার ২ ছেলে বাজারে গেলে পূর্ব আক্রোশের জের ধরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়া হামলা করে। তখন বাজারে লোকজন আমলাছ মিয়ার নিরাপত্তার জন্যে বাড়িতে যেতে নিষেধ  করে। এই সুযোগে প্রতিপক্ষরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়া আলমাছ মিয়ার বাড়িঘরে হামলা করে এবং  ভাংচুর করিয়া ব্যাপক ক্ষতি সাধন করে। তখন ঘরে থাকা ট্রাংকের থালা ভেঙে তিন (৩) ভরি স্বর্ণালংকার, তিন লক্ষ টাকা ও জমির কাগজপত্র নিয়ে নিয়ে যায়। এসময় আলমাছ মিয়ার স্ত্রী মেহেন আরা খাতুন, তার পুত্রবধূ আকলিমা খাতুন, লাইলী আক্তার বাঁধা দিতে গেলে তাদেরকে রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। আলমাছ মিয়ার পুত্র আলমগীর হোসেন খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে। পরে মঙ্গলবার সকালে মেহেন আরা ও আকলিমা খাতুন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর লাইলী আক্তার কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন।

আলমগীর হোসেন জানান, আমরা নিরাপত্তাহীনতায় আছি। প্রতিপক্ষের লোকজন বাড়ীর আশপাশে লাঠিসোটা নিয়া উৎ পেতে আছে। যে কোন সময় আমাদের উপর হামলা করতে পারে।

এবিষয়ে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন বলেন, আমি বিষয়টি পরিদর্শন করছি। ঘটনাটি তদন্তাধীন আছে।