ময়মনসিংহে তারাকান্দায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে তারাকান্দা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা। আসন্ন এইচএসসি পরীক্ষায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্র হিসেবে একটি পরিপত্র জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহ।পরিপত্রে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজকে তারাকান্দা সরকারী কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়।এতে শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং কেন্দ্রটি বাতিলের দাবীতে ১৭ মে(রোববার)দুপুর সাড়ে ১২ টায় মানববন্ধন শেষে তারাকান্দা উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ -হালুয়াঘাট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
তাদের এই অবরোধ ত্রিশ মিনিট স্থায়ী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।এক পর্যায়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.টিপু সুলতানের হস্তক্ষেপে রাস্তা থেকে তাদের অবস্থান সরিয়ে নেয় শিক্ষার্থীরা।এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে অনেক যানবাহন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান-গত ১২ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে উপজেলার মধুপুর গ্রামে স্থাপিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজকে তারাকান্দা সরকারী কলেজের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। আমরা বাউন্ডারিবিহীন টিনশেড এমন একটি প্রতিষ্ঠানকে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র ঘোষণার বিরুদ্ধে এবং তা অবিলম্বে বাতিলের দাবীতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি।এ সময় তারা অভিযোগ করেন যে,একটু বৃষ্টি হলেই প্রতিষ্ঠানটির মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়।বাউন্ডারী না থাকায় কেন্দ্রটিতে অনৈতিক সুবিধা গ্রহণের ঝুকি আছে পরীক্ষার্থীদের।এমন একটি প্রতিষ্ঠানে আমরা এইচএসসি পরীক্ষা দিতে অনেক সমস্যার সম্মুখীন হবো।তাই আমরা কেন্দ্রটি বাতিলের দাবী জানাই।
পরে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে কেন্দ্রটি বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাদের মানববন্ধন ও অবরোধ কর্মসূচী শেষ করে।