ময়মনসিংহের তারাকান্দায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে  চিরায়ত বাংলার ঐতিহ্যময় সাজে সেজে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে উপজেলা বিএনপি।

১৪ এপ্রিল(সোমবার)পহেলা বৈশাখ ১৪৩২ দুপুরে বাংলার ঐতিহ্যে মহিষের গাড়ীতে বরকনের সাজে শিশু,লাঙল-জোয়াল কাঁধে কৃষক,মাছ ধরার সরঞ্জামাদি সাথে জেলে ,রঙিন পোশাকে সুশোভিত তরুনীর পথচলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে দলটির নেতৃবৃন্দ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবং তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রাটি তারাকান্দা উত্তর বাজারস্থিত ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক প্রদক্ষিনের পর উপজেলা কার্য্যালয় চত্বরের পাশে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির আবায়ক কমিটির সদস্য সচিব আঃ সালাম তালুকদার সোবহান,আসাদুল মন্ডল,রাসেল মন্ডল,,আবুল কালাম আজাদসহ ছাত্রদল ,যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।