রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তারাকান্দা উপজেলা বিএনপি।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, রাসেল মন্ডল, শামীম তালুকদার, আশরাফুল মন্ডল ও রাকিব তালুকদার,ময়নসিংহ উত্তর জেলা ওলামাদলের সদস্য সচিব এই এম শামীম হুসাইন।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান আহম্মাদ।