ময়মনসিংহের তারাকান্দায় টেকনোলজি এম পাওয়ারমেন্ট সেন্টার  অন হুইলস ফর আন্ডারপিভিলেজড্ রুরাল ইয়ং পিপল  অব বাংলাদেশ( টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মার্চ ২০২৫- এপ্রিল ২০২৫ দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, তারাকান্দা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) জাকির হোসানই, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ জুবায়েদ হোসেন, আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ যুব উন্নয়ন  অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ প্রমূখ।অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোহাম্মদ রেজাউল হক।উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ২০জন পুরুষ  এবং ২০জন মহিলার মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।