এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় খাগড়াছড়ি জেলার আওতাধীন প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল আরও অংশ নেই খাগড়াছড়ি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা জেলা শহরের চেঙ্গি এস্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমবেত হন। বিক্ষোভকারীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে থাকে পুরো খাগড়াছড়ি জেলা,
মব সন্ত্রাসের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে।
ষড়যন্ত্র হয়নি শেষ,রুখে দাঁড়াও বাংলাদেশ।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক এমএন আবছার,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন।খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ,দপ্তর সম্পাদক মো: রফিকসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বলেন,গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর হতে দেওয়া হবে না।বিএনপি এই সব অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে স্বৈরাচার,রাজাকার এনসিপির ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপ্রচার ছাত্রদল দাত ভাঙ্গা জবাব দিবে। তারা ভোটের মাঠে হেরে যাওয়ার ভয়ে বিএনপি মনোবল ভেঙে দিতে চায়, তবে ছাত্রদল তাদের সেই মনোবাসনা পূরণ হতে দিবে না।
বক্তারা আরও বলেন আমরা মিটফোর্ড এর পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।হত্যা কারি যেই হোক না কেনো সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার করা হোক।