দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার মাঠে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সারওয়ার হোসেন লিটনকে সভাপতি ও সারোয়ার আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফুল আলম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। তিনি বলেন, বিএনপি আন্দোলন স্থগিত রেখেছে, কিন্তু বন্ধ করেনি। বিএনপিকে ছাড়া এই দেশে স্বাধীন বাজার ব্যবস্থা টিকে থাকত না। বিএনপি আছে বলেই আজও দেশের জনগণ টাকার মূল্য নিয়ে দাঁড়াতে পারছে। বিএনপি না থাকলে রুপি দিয়ে বাজার করতে হতো।

তিনি আরও বলেন, ছাত্ররা উপদেষ্টা হয়ে সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ভুল করেছে। আমরা চাই ছাত্রনেতারা হোক নির্লোভ, আদর্শবান। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্র রাজনীতির নামে দুর্নীতি আর ক্ষমতার লোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের বিরাট ক্ষতি করছে।

সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।

সম্মেলনে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।