কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের সাররং গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের সাররং গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন। এ সময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল। নিয়ে গেছে মোবাইল ও নগদ টাকা।

রোববার সকাল ৯ টার দিকে তাড়াইল  উপজেলার সাররং গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে তড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সাররং গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে রহিছ মিয়া, মজনু মিয়া, তারিন আক্তার, তাসমিন আক্তার, রনি মিয়া, সাগর মিয়া, রাহাত মিয়া ও জেসমিন আক্তার বাড়ীর সামনে সরকারি রাস্তায় গোয়াল ঘর নির্মান করে দীর্ঘদিন যাবত দখল করে আসছিলো।
এখন আবার নতুন করে ঘর নির্মাণ করার কাজে বাধা দেওয়ার কারনে এ ঘটনা সূত্রপাত ঘটে।

সকালে সাংবাদিকের ছোট সন্তানকে মটর সাইকেলের সামনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া সময় গাড়ীর সামনে  এসে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ও তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তাকে কুপিয়ে জখম করে।

ভাঙচুর করা হয় তার মোটরসাইকেল। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কাজ পক্রিয়াধীন রয়েছে।