আগামী ৯ আগস্ট বুধবার ২০২৫ তারিখে অনুষ্ঠেয় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বাতিল চেয়ে শ্রমিক ইউনিয়নের ৩ জন সদস্যের দিনাজপুর সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে পরবর্তী করণীয় ঠিক করতে এই জরুরী সভা করা হয়।
সভায় আদালতে দায়ের মামলা সর্বসম্মতিক্রমে আইনানুগ পরিচালনা করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মটর শ্রমিক ইউনিয়নের ওই ৩ সদস্যকে মামলা প্রত্যাহারের জন্য বলা হবে। তারা মামলা প্রত্যাহার রাজি হলে সব সমাধান হবে। অন্যথায় ওই ৩ সদস্যের বিরুদ্ধে ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম। জরুরী সভায় মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ অন্যান্য আহবায়কবৃন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি
মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ও জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর সিনিয়র সহকারী জজ আদালত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর জেলা মটর পরিবহন ইউনিয়নের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সাথে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ স্থগিত ঘোষণা করেন।