গত ২৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ দুপুরে আকস্মিক ঝটিকা অভিযানে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন গাজীপুর জেলা পর্যাটন পুলিশের ইন্সপেক্টর ইন চার্জ (টিটি), জনাব মোঃ কামাল উদ্দিন।
এ সময়ে তিনি বিনোদন কেন্দ্রে আগত বিভিন্ন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন পর্যাটন ও বিনোদন কেন্দ্র ভ্রমণে দর্শনার্থীরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।
গাজীপুরকে নিরাপদ পর্যাটন এলাকা হিসাবে গড়ে তোলার জন্য তিনি দৃঢ় সংকল্প ব্যাক্ত করেন। অত্র অঞ্চলে পর্যাটন বিষয়ক যেকোনো সমস্যায় তাৎক্ষণিকভাবে সমাধান পাবার লক্ষ্য তার বা তার টিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।