উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোঃ সোহরাব আল হোসাইন, প্রকল্প কর্মকর্তা ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল,প্রেসক্লাবের সভাপতি ইমান হোসেন কচি,ছাত্র প্রতিনিধি হোসেন সাজ্জাদ হোসেন ফাহিম,মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিকন, তো কর্মী সাইফুদ্দিন ও আকলিমা আক্তার প্রমূখ। সভার শেষে চেক ও শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।