এলাকাবাসী গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত পরিত্যাক্ত বাড়ীতে অজ্ঞাত একজন বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পায়। গন্ধে লাশের কাছে কেউ যেতে পারছে না। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায় যে, উক্ত বাড়ীর বারান্দায় দরজা জানালা বিহীন কহ্মে গলা কাটা অবস্থায় একজন বৃদ্ধের লাশ পড়ে রয়েছে। লাশটি পাতা দিয়ে ঢাকা রয়েছে। পেটটি ফুলে গেছে। বৃদ্ধের দাঁড়ি রয়েছে।
এলাকাবাসীর কাছে জানা যায় যে, বাড়ীর মালিক মৃত রমজান তালুকদার, পিতা-অসিম তালুকদার গ্রাম- গাবুড়া, ইউনিয়ন- ৪ নং শেখপুরা, থানা- সদর, জেলা- দিনাজপুর। উক্ত মালিকের বঊ মেয়ের বাসায় ঠাকুরগাঁও জেলায় থাকে। এ বাড়ীতে তাদের পরিবারের কেউ বসবাস করে না। মাঝে-মদ্ধে তার স্ত্রী বাসায় এসে পরিস্কার করে যান।
পুলিশ বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদারকি করছে। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।