দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ও দোকানপাট ভাঙচুর করে জবরদখলের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক লৎফুরের বিরুদ্ধে।


শনিবার (২ আগষ্ট) বিকেল ৩টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের কোণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 
জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী সাব্বিরের পরিবারটি ওইদিন রাতে বীরগঞ্জ থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। উপজেলার মরিচা ইউনিয়নের মৃত নাসির উদ্দীনের ছেলে মোঃ সাব্বির হোসেন জানান,মৌজা- মরিচা খতিয়ান-১৩৫৬, দাগ নং-২৬৬৪ এর ৪ শতক জমি গত গত ২৪/০৫/২০২৪ সালে মো: আব্দুর রহমান আলেকের নিকট ক্রয় করে উক্ত স্থানে বাউন্ডারি ওয়াল দিয়ে দোকান ঘর নির্মাণ করি। একই এলাকার মৃত পানার উদ্দিনের ছেলে লুৎফর মাষ্টারের নেতৃত্বে সংবদ্ধ একটি একদল পূর্ব পরিকল্পিত ভাবে আমার দোকান ঘর ভাংচুর করে ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। একইভাবে গত ২ আগষ্ট বেলা ৩টার দিকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় নাগরগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক লুৎফর(৫৫) তার ভাই আলম (৫০), সমিজ উদ্দিনের ছেলে আবু সায়েদ (৫০),  মৃত জসিমের ছেলে  আঃ রহমান (৬০),  ইনছান (৪৫),রিয়াজুল ইসলামের ছেলে শাকিব উদ্দিন (২৫) ইব্রাহিমের ছেলে নুর আলম (৫০)সহ ১০/১২ জনের সংবদ্ধ একটি সন্ত্রাসী একদল বাউন্ডারী ওয়াল ও দোকান ঘর ভাংচুর করে।  এসময় আমি এবং আমার মা তাদের বাঁধা দিতে গেলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এবাপ্যরে অভিযুক্ত লুৎফরের সাথে কথা হলে তিনি জানান,আমার একক ক্ষমতা বলে জমি জবরদখল করতে গিয়েছি। তারা প্রয়োজনে আইনের আশ্রয় নেবে। 
কথা স্বীকার করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।