বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান দীঘিনালা বন বিহারের ভান্তেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দীঘিনালা বন বিহারে আবাসিক ভিক্ষু প্রয়াত পরম শ্রদ্ধেয় শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যষ্টিক্রিয়া উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, মহাসংঘদান, অষ্ট পরিস্কার দান, পিন্ডু দানসহ নানা দান কার্যক্রম এবং স্মরণসভা ও মাঙ্গলিক পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ৩টার দিকে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান দীঘিনালা বন বিহারে উপস্থিত হয়ে ভান্তেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী। এছাড়াও দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি), বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং দীঘিনালা বন বিহার কার্যনির্বাহী পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়ের সময় রিজিয়ন কমান্ডার বলেন, “শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন সবসময় এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই দেশের সকল মানুষের সেনাবাহিনী, সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।”

তিনি আরও জানান, সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।