এই মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বগুড়া জেলার গাবতলী উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ এভিনিউ এর ক্রিস্টাল ক্যাসেল টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।
দুদক'র আইনজীবী তৌহিদ আল হাসান বাবলা জানান, ২০২৩ সালের ২১ নভেম্বর জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। এই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন নামঞ্জুর করে আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছর ২৫ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।