বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সামনে আহতদের স্বজনদের জন্য খাবার ও জরুরি সহায়তা প্রদান করছে সংগঠনটি।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সার্বক্ষণিক পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সূর্যসেন হল ছাত্রদলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভ । এছাড়া সার্বিক সহায়তায় ছিলেন ঢাবি ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইমন মিয়া এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য সক্রিয় কর্মীরা।

ছাত্রদলের এই নিরলস প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের নেতারা জানান, “এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন প্রয়োজন, আমরা এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”