দেওয়ানগঞ্জ উপজেলা হাতিভাংগা ইউনিয়নের " হাতি ভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা হাতিভাংগা ইউনিয়নের " হাতি ভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে উক্ত অনুষ্ঠান দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে অএ বিদ্যালয়ের বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম চৌধুরী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাতিভাঙ্গা ইউনিয়ন শাখা ও সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী। উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জনাব মজিবর রহমান, সহকারী শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল চোধুরী । এ ছাড়াও হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ ও সেই সাথে এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ সাইফুল ইসলাম চৌধুরী, তুষার চৌধুরী ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। শুধু শিক্ষাই নয় এই প্রতিষ্ঠান হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। প্রধান অতিথি আরো বলেন নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না, তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আজকের অনুষ্ঠানের ও সভাপতি বিদায়ী জনাব হাফিজুর রহমান চৌধুরী এর প্রতি বলেন, দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের শিক্ষকতার দায়িত্ব পালনের পর উন্নত ভবিষ্যতের আশায় নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনারা বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষ্ণননতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্রু ছল ছল, পরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। শেষে বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ অএ বিদ্যালয়ের শিক্ষক মোঃ চাঁন মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পাপ্তি হয়।