জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচর সকাল বাজারে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ও সন্ধ্যার পর দু'দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর সাতজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় শনিবার সকালে মো. আমজাদ হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সকাল বাজারের অমীমাংসিত জমির ঘরে হাসান বৈদ্যুতিক লাইনের কাজ করতে যায়। খবর পেয়ে আমজাদ গ্রুপের কয়েকজন মহিলা সেখানে বাঁধা দিতে যায়। শুরু হয় বাগবিতণ্ডা। পরক্ষণেই উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে আমজাদ গ্রুপের লোকজন উক্ত অমীমাংসিত ঘরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি শান্ত হলে সেনাবাহিনী-পুলিশ সেখানে থেকে চলে যান। সন্ধ্যার পর বাজারের বিরোধপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ নিয়ে আবারো সংঘর্ষ বাঁধে। এতেও দু'পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অনেকের ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মাঝে সকাল বাজারের জমি নিয়ে বিরোধ কয়েকবছর থেকে। তাদের দু'গ্রপে বিগত তিনমাসে কয়েকবার সংঘর্ষ হয়। বিরোধ মীমাংসা না হলে বড় ধরনের অঘটন ঘটবার আশংকা করছেন স্থানীয়রা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।