সূত্র জানায়, ভুক্তভোগী আঁখিনূর আক্তার জাতীয় দৈনিক যুগান্তরের একজন সক্রিয় নারী সাংবাদিক, যিনি কর্মসূত্রে ঢাকায় থাকলেও তার বৃদ্ধা মা দেবিদ্বারের রাজামেহার গ্রামে বসবাস করেন। সম্প্রতি ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস ভুক্তভোগীর মায়ের বাসা ব্যবহার করে মাদক ব্যবসা চালাতে চাইলে তিনি তাতে বাধা দেন। এ ঘটনায় প্রথমে সুমন ভুক্তভোগীর মায়ের উপর হামলা চালায়। পরে বিষয়টি জানতে পেরে আঁখিনূর আক্তার নিজ গ্রামে ফিরে এসে প্রতিবাদ করেন।
গত ২৩ আগস্ট কর্মস্থলে ফেরার পথে, পূর্বপরিকল্পিতভাবে সুমন চন্দ্র দাস ও তার সহযোগীরা আঁখিনূর আক্তারের উপর সশস্ত্র হামলা চালায় এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। আহত অবস্থায় ভিকটিম দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল ঘটনার পরপরই তৎপরতা শুরু করে এবং গত ২৪ আগস্ট রাতে রাজামেহারে অভিযান চালিয়ে প্রধান আসামী সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”