(সোমবার) থেকে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উঠছে সাতক্ষীরার রসালো সুস্বাদু আম। প্রথম ধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম। সোমবার (৫ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী এলাকার বিল্লাল হোসেনের বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে জেলার আম সংগ্রহের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয়ন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। জেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের নির্দেশনা অনুযায়ী সোমবার (৫ মে) থেকে গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।