পঞ্চগড়ে ড. আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ওই চক্ষু শিবিরের আয়োজন করে। দিনব্যাপী ওই চক্ষু শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৮৭২ জন রোগীকে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া ২৬৩ জন রোগিকে বিনামূল্যে চশমা এবং ১১০ জন রোগীকে গ্রামীণ আই হসপিটাল, ঠাকুরগাঁও এ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়েছে। সেখানে তাদের ওষুধসহ থাকা খাওয়া নিশ্চিত করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন জনাব ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসান। এ সময় রিক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মিলি বেগম, কেন্দ্রীয় প্রবীণ কল্যাণ কর্মসূচির সমন্বয়ক ফেরদৌসী বেগম গীতালি, পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আ. মালেক প্রামানিক শামীম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার রেজাউল করিম, পঞ্চগড় শাখা ব্যবস্থাপক জিয়াউল হকসহ রিকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।