দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বুধবার দুপুরে থানা চত্ত্বরে আমার দেশ পাঠক মেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, গোপালপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহমেদ সোহাগ, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, আমার দেশের উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল।

কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।