ঢাকার দোহার উপজেলার ছন্দুমিয়ার বাজারে (দোহার বাজার) জোরপূর্বক দোকান উচ্ছেদ এবং ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার ওরফে পীর ডালু শাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বলে জানায় সেনাবাহিনী।
ভূক্তভোগী ব্যবসায়ীদের দাবি, দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির দীর্ঘদিন আগে বাজার এলাকায় জমি ক্রয় করে সেখানে তিনটি দোকান নির্মাণ করে ভাড়া দেন। সম্প্রতি দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার ওই জমি জোরপূর্বক কিনে নিতে চান। জমির মালিকরা এতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালেই ডালু খন্দকারের নেতৃত্বে একদল লোক এসে দোকান উচ্ছেদ শুরু করে এবং জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা করে।
এসময় দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী মিঠু পাল বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে উচ্ছেদ কাজ চলতে থাকে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
এ বিষয়ে দোহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মতিন চোকদার বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ডালু খন্দকারকে বলেছিলাম, দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে। ব্যবসায়ীকে মারধরের বিষয়টি নিয়েও আমরা সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।"
অভিযুক্ত ডালু খন্দকারের কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এদিকে জমির মালিক নজরুল ইসলাম মুক্তার বলেন, "আমরা স্পষ্ট করে বলেছি জমি বিক্রি করব না। তারপরও আমাদের দোকান ভেঙে দেওয়া হলো। আমরা এই অন্যায়ের বিচার চাই।"