ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৭এপ্রিল ) সকাল সাড়ে আটটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুরু মিয়া মৌলভী বাড়িতে ঘটনা এ ঘটে। আহতরা হলেন, আনিসুল হক,(৫৬) নুরনবী, (৪৫)তামজিদ,(২০) নুরে আলম,(৪০) জাহিদ,(১৪) হারুন(৬৩), আয়শা,(৪৮) নুর জাহান(৫০) হারুন।
আহত আনিসুল হক জানান, একই ওয়ার্ডের আব্দুল খালেক গংদের সাথে তাদের ১ একর ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার সকালে তাদের ভোগদখলীয় পুকুর সেচের জন্য মেশিন বসালে আব্দুল খালেকের নেতৃত্বে ইউনুস মাতাব্বর, বাচ্চু, রাসেল, সুজন, আব্দুল হক, কালু, পাবেল, সহ ২০/২৫ জন মিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের ৬ জন আহত হয়।
বর্তমানে তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
দৌলতখান থানার ভারখাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।