ভোলার দৌলতখানে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার ২৫ মে উপজেলা ভূমি অফিস কমপ্লেক্স চত্বরে এ মেলার আয়োজন করা হয়

ভোলার দৌলতখানে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার ২৫ মে উপজেলা ভূমি অফিস কমপ্লেক্স চত্বরে এ মেলার আয়োজন করা হয়। সকাল ৯ টায় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী  আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন  তালুকদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আশরাফ উদ্দিন ফারুক, প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন, জুলাই বিপ্লব সমন্বয়ক মোঃ নাহিদ ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় বিভিন্ন পেশার ও বিভিন্ন শ্রেণির লোকজন। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখা, ই - নামজারি এর আবেদন প্রক্রিয়া ও ভূমির সেবা সংক্রান্ত  যে কোন অভিযোগের সহায়তা প্রদান করা হবে