বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত সংস্কার বাকি সংস্কার করবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। নির্বাচন দ্রুত হলেই তা সুষ্ঠু হবে, এমনটা ভাবার কারণ নেই। রোববার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ নিয়ে ছায়া সংসদের আয়োজনে এ কথা বলেন তিনি। আবুল কাশেম ফজলুল হক বলেন, ১৫ বছরের গুম—খুন, অর্থ পাচার, টর্চার শেল ও অভ্যুত্থানের ভূমিকার জন্য আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।