নারায়ণগঞ্জের চাষাড়ায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব নারায়ণগঞ্জ সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মিছিল শেষে বাড়ি ফেরার সময় একদল ছিনতাইকারী অপূর্বকে ঘিরে ধরে। এসময় ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন তিনি। এতে ছিনতাইকারী সম্রাট (২০) তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, হামলাকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলেই আটক করেন স্থানীয় লোকজন। তাকে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সম্রাটকে নিজেদের হেফাজতে নেয়। আটক সম্রাট নারায়ণগঞ্জ শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপূর্বর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। অপূর্বর মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।