সম্প্রতি দেশে চলমান ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ তিনদফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী

সম্প্রতি দেশে চলমান ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ তিনদফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার (১০মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ প্রোফাইলের আলাদা পোস্টে এই ঘোষণা দেন তাঁরা।এ জন্য আজ বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।  আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফাতিন আলমাস অপূর্ব এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদার হাসান।  এর আগে গত রবিবার( ৯ মার্চ) দুপুর ১ সময় থেকে দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ৩ দিনের মধ্যে  কার্যকর করার দাবিতে রাবির দর্শন বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের অপূর্ব নামের এক  শিক্ষার্থীর আমরণ অনশন শুরু করে।   এসময় সে তিন দফা দাবি উপস্থাপন করে।পরে গতকাল রাতে তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেন দিদার হাসান।   আজ দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা দেন ফাতিন আলমাস ও দীদার হাসান। এতে ফাতিন আলমাস তার পোস্টে লিখেছেন, ‘আমি ও আমার সঙ্গে যুক্ত হওয়া সহযোদ্ধা দিদারকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশে রওনা করলাম। গন্তব্য সচিবালয়। আমরা সেখানে অবস্থান করব এবং অনশন অব্যাহত থাকবে।’   অপরদিকে অনশনের বিষয়ে  দিদার হাসান তার পোস্টে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন করে আমরা ভেবেছিলাম রাজশাহী জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার থেকে সাড়া পাব এবং তাঁর কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেব। কিন্তু বিষয়টি যেহেতু শুধু রাজশাহীকেন্দ্রিক নয়, দেশকেন্দ্রিক; তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সচিবালয়ে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব। এ জন্য আমরা সচিবালয়ের উদ্দেশে রওনা হলাম।’  দিদার হাসান আরও বলেন, ‘আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ে অনশন করে যাব।’  তাঁদের দাবি গুলো হলো, ধর্ষকের একমাত্র  শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে।এবং আগামী তিন দিনের মধ্যে আছিয়াকে নির্মমভাবে  ধর্ষণকারী ব্যক্তিদের ফাসি নিশ্চিত করতে হবে।স্বাধীন বিচারব্যবস্থা জন্য একটি স্বাধীন ট্রাইব্যুনাল গঠন করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্য কমিটি গঠন করতে হব।