এ সময় তাদের কাছে থেকে একটি ছয় চাকা বিশিষ্ট ট্রাক, একটি ছোরা (উভয় পাশে ধারালো), চারটি লক কাটার যন্ত্র পাওয়া যায়। রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত ৩.৪০মিনিটের দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শাহাজল (৩৮) জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মোঃ বিল্লালের ছেলে। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন। মোঃ সুমন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, আসামি দুজনের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়,মোঃ শাহাজল (৩৮) এর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানার, জিডি নং-৯৫৫/২০২১, ২৫ মে, ২০২১ এজাহারে অভিযুক্ত। মোঃ সুমন মিয়ার (৩৫) বিরুদ্ধে (5BTAJ) জিএমপি এর বাসন থানার, এফআইআর নং-১০, ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকার সময় ধারা- 399/402 The Penal Code, 1860; মামলায় তদন্তে সন্দিগ্ধ। ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান,ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।