ধামরাইয়ে ওভার টেক করতে গিয়ে সেলফি পরিবহন বাসের চাপায় মো. রাকিব (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে

ধামরাইয়ে ওভার টেক করতে গিয়ে সেলফি পরিবহন বাসের চাপায় মো. রাকিব (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাকিব মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুলি এলাকার মোঃ রজব আলীর ছেলে। দায়িত্বশীলদের মতে শুধুমাত্র ২০২৪ সালের "সেলফি" পরিবহন দ্বারা সংগঠিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮৪ জন। সেলফি পরিবহন ঢাকা আরিচা মহা সড়কে প্রায় ১৫০ টির বেশি বাস চলাচল করে ২০২৩ সালে এই পরিবহন ৮০ টি এক্সিডেন্ট করে। যাতে অন্তত ৩০ জন নিহত এবং ১০০ এর বেশি আহত হয়েছে। মহাসড়কে কোম্পানির বাস যদি অত্যাধিক দুর্ঘটনা ঘটায় এবং এতে অত্যাধিক মানুষ যদি নিহত হয় তাহলে সাধারণত ঐ কোম্পানির লাইসেন্স এবং রুট পারমিট বাতিল করার নিয়ম থাকলেও কোন এক অদৃশ্য শক্তির ছায়াবলে বারবারই পার পেয়ে যাচ্ছে এই ঘাতক সেলফি বাস কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দাবি অতি সত্তর এই সেলফি বাসের রূট পার্মিট বন্ধ করে আইনের আওতায় নেয়া হোক।