ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায়, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, (এসইডিপি) পক্ষ থেকে ধামরাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২২/২৩ এস এস সি, এইচ এস সি ও সমমান পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এ সময় এইচএসসি ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ২৫ হাজার করে নগদ টাকা ও ২০ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার করে নগদ টাকা  শিক্ষাবৃত্তি দেওয়া হয় সাথে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জামাল উদ্দিন রুনু, সভাপতি, পরিবেশ বিজ্ঞান ও পরিচালক,শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোঃ জিয়াউল হক অধ্যক্ষ ধামরাই সরকারী কলেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধামরাই উপজেলা একাডেমিক সুপারভাইজার আইরিন সুলতানা,

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবক, স্থানীয় গুনিজন ব্যক্তিবর্গরা।