ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের মডেলটাউন, বাগনগর, কালিয়াগার  এরিয়ার বিভিন্ন মহল্লা ঘুরে ঘুরে পতিত সরকারের আমলে করে যাওয়া অসমাপ্ত কাজগুলো পরিদর্শন করেন ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুবদল ও ছাত্রদল নেত্রীবর্গ,  এতে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার যুবদল নেতা ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম সুজন, আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সজীব ইব্রাহিম শেখ, মুজিব ও ছাত্রনেতা দেওয়ান মাশরাফি স্বচ্ছ সহ আরমান রিপন ও স্থানীয় সাধারণ জনগণ। 
পরিদর্শনকালে তারা এলাকাবাসীর সাথে বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। 
যুবদল নেতা শহিদুল ইসলাম সুজন জানান যত দ্রুত সম্ভব পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা নিরসনে কাজ করার চেষ্টা করবো। 
তিনি আরো বলেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে ধান্দায় পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবো, আমরা সকলের  সার্বিক সহযোগিতা কামনা করছি।