কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় কর্মী সভার সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপি'র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী, কোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আমাদের রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি, আমাদের আদর্শ শহীদ জিয়ার আদর্শ। বর্তমান সরকার এখন ফেসবুকে চলে। একটা এনজিওর উপদেষ্টাকে দিয়ে এ দেশ চলবে না, এ দেশ ফেসবুক দিয়ে চলে না। এ দেশটা চলে এ দেশের মানুষের মতামত দিয়ে, এ দেশ চলে মানুষ কি চায়, মানুষের মতামতের ভিত্তিতে এ দেশ চলে, আর সে জন্য আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম, ৩০ লক্ষ জীবন দান করেছিলাম।
তিনি আরও বলেন " ইউনুস সাহেবকে বলছি, তফসিল ঘোষণা করুন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। এনজিও উপদেষ্টা সহ ১১জন বিদেশিদেরকে দিয়ে আমরা দেশ চালাতে দিব না। আমরা প্রয়োজনে আবারো রাস্তায় নামবো, কিন্তু আমরা আপনাদেরকে দেশ নিয়ে আর খেলা খেলতে দিবোনা।"
কর্মীদের উদ্দেশ্যে জনাব ফজলে হুদা বলেন, "আমার কর্মীদের আমি আহ্বান জানাবো দয়া করে কখনো শহীদ জিয়ার আদর্শের বাহিরে যাবেন না। কারো সাথে কটু কথা বলবেন না, কারো হক মারবেন না। দয়া করে আপনারা সালিশ-বিচারে যাবেন না, কারণ দল আপনাকে এ ক্ষমতা দেয়নি। আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যারা অন্যদিকে আছেন এগুলা বাদ দিয়ে দিন, দলের শৃঙ্খলা ভঙ্গ সহ্য করা হবে না, সেটা যেই লেভেলেরি হোক।" #