উত্তরবঙ্গের শস্যভাণ্ডার খ্যাত অন্যতম বৃহত্তম জেলা নওগাঁ। এই জেলার মাঠে মাঠে এখন বিভিন্ন ধরণের শাকসবজির সমারোহ লক্ষ করা যায়। তারপরও সবজির মৌসুমে হওয়া সত্ত্বেও বাজারে চড়া দাম। এতে বাজারে গিয়ে হিমশিম খেতে হতে হচ্ছে ভোক্তাদের। এমন পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।ভোক্তাদের সুবিধার জন্য স্বল্প লাভে ‘ন্যায্য মূল্যের দোকান’ চালু করা হয়েছে। গত শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দোকানটি চালু করা হয়। প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।উপজেলা পরিষদ বাজার (সিও অফিস) এর মোড়ে দোকানটি অবস্থিত। ন্যায্য মুলের দোকানে আপাতত তিনটি পণ্য আলু ৬৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা কেজি এবং ডিম ৪৫ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে শীতকালীন সবজি যেমন ফুলকপি,মূলাসহ নানা রকম সবজি বিক্রি করা হচ্ছে। দোকান থেকে একজন ক্রেতা ২ হালি ডিম এবং ২ কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারবেন। স্থানীয় বাজার মূল্য থেকে কিছুটা কম দামে পন্য পেয়ে উপকৃত হচ্ছে ভোক্তারা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দোকান চালু থাকবে। এ দোকান চালু হওয়াতে বাজারের সিন্ডিকেটও কমে আসবে। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, এ বাজারের মাধ্যমে প্রান্তি পর্যায়ের কৃষকের পাশাপাশি সবশ্রেনী পেশার মানুষরা উপকৃত হবেন। বাজারে সুষ্ঠু প্রতিযোগীতা রাখতে প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মুলের দোকান চালু করা হয়েছে।