সোমবার ( ১৪ এপ্রিল) বেলা ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ের ভিতরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ জমায়েত হয়। রং বেরংয়ের পোশাকে সজ্জিত হয়ে, ব্র্যান্ড পার্টি , কৃষকের লাঙ্গল, মাথাইল, কাস্তে, কৃষাণীর কুলা সহ বিভিন্ন বাংলার ঐতিহ্যবাহী জিনিস পত্র নিয়ে আসে। পরে দলীয় কার্যালয় হতে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মী চেয়ারে বসে পড়েন এবং নেতৃবৃন্দের বক্তব্য শেষে বেলা ১১ ঘটিকায় একটি আনন্দ সভা যাত্রা বের হয়ে বিশ্বরোডের পাশ দিয়ে ধুনট মোড় এলাকায় ঘুরে উপজেলা পরিষদ পর্যন্ত ঘুরে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ শেভাযাত্রা শেষ করা হয়। পরে দুপুর ১২ ঘটিকায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
উক্ত আনন্দ সভা যাত্রায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ। আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মাহবুবুর রহমান হারেজ বলেন, ১৪৩১ বঙ্গাব্দ বিএনপি’র জন্য কঠিন ছিল। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী আমরা কারাগারে ছিলাম।আমরা ১৭ বছর যাবৎ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছি এবং আন্দোলন করেছি। বর্তমান সরকার ক্ষমতা এসে বিভিন্ন উপদেষ্টা বলছেন জনগণ তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। আপনারা অতি দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন উপহার দিন। নইলে বিএনপি আন্দোলনে গেলে আরেকটি ৫ই আগস্ট যেন না হয়।৷
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, এস এম আব্দুর রশিদ মুকুল, তবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বোদি,দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি,সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন ডিনা,সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহানাজ পারভিন, সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আক্তার মিষ্টি, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রদলের প্রান্ত, জাকারিয়া বাকী, রাব্বী, তাতী দলের শফিকুল ইসলাম শফি সহ শেরপুর উপজেলা পৌর ও ইউনিয়ন, বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।