শুক্রবার, ১ আগস্ট ২০২৫ সকাল আটটার দিকে ওই কিশোররা একটি মিনি ট্রাকে করে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে বিলশা এলাকার একটি নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশে রওনা দিয়েছিল। পথে খুবজিপুর মোড়ে দায়িত্বরত সেনা টহল টিম সন্দেহভাজন ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিতে ১২ কিশোরের কাছে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী আটককৃতদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, “মাদকসামগ্রী না পাওয়া ৪৩ কিশোরের কাছ থেকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে, সেই ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে সেনাবাহিনী ক্যাম্পের একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজে পার্টির প্রচারণা নজরে আসায় তারা ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্রটি জানায়।
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, বর্ষা মৌসুমে চলনবিল ও আশপাশের জলাশয়কে কেন্দ্র করে বাড়তি নজরদারি রাখা হচ্ছে, যাতে নৌকা কিংবা ভাসমান প্ল্যাটফর্মে আয়োজিত অনিয়ন্ত্রিত ডিজে পার্টি ও মাদক সেবন রোধ করা যায়।